মৌলভীবাজার;
মৌলভীবাজারে ফ্রেন্ডস সোসাইটির দুই বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্যেদিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ওয়েষ্টার্ন চাইনিজ রেষ্টুরেন্টে গত রোববার রাতে। ফ্রেন্ডস সোসাইটি মৌলভীবাজার এর সভাপতি মোঃ ফয়জুল ইসলাম রুবেল এর সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি শাহজাহান আহমদ সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন- বাঁধন থিয়েটারের সভাপতি ও নাট্য ব্যক্তিত্ব ও রুহেল আহমদ। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন- আমাদের মৌলভীবাজার এর পরিচালক সুহেল আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী আছাদ মিয়া, ব্যবসায়ী শাজাহান মিয়া ও জেলা যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন হালিম। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক মেজিক মোহন, সঙ্গীত শিল্পী তারেক দেওয়ান, নাট্য শিল্পী রায়হান আহমদ বাবলু, ফ্রেন্ডস সোসাইটির সদস্য ও সাইকিলিং সোসাইটির মডারেটর মোঃ ফখরুল ইসলাম, ওবায়েদুর রহমান , জাহাঙ্গির আলম সবুজ, মাসুদ রানা ও সফিকুল ইসলাম প্রমুখ।