বদরুল আলম চৌধুরী।। মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ব্রিজের উপড় দিয়ে ১ লক্ষ ৪৯ হাজার টাকা নিয়ে যাওয়ার পথে লাকি বেগম নামে এক মহিলার টাকার ব্যগ ছিনতাই করে ব্রিজের উপড় থেকে মনু নদীতে ঝাঁপ দেয়া দুই ছিনতাইকারি আটক। আটককৃতরা হল, মনজু মিয়া (২৭) ও উরা মিয়া (৩০) তারা চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই কোলনিতে বসবাস করে আসছিল। মঙ্গলবার ১৯ জুলাই দুপুরে এ ঘটনাটি ঘটে। পরে স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করে পানিতে ভাসিয়ে ভাসিয়ে গুজারাই এলাকা থেকে আটক করে পুলিশকে খবর দেয়।মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।