বদরুল আলম চৌধুরী : অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী”এই স্লোগানকে সামনে রেখে দৈনিক মৌমাছি কন্ঠের শুভ উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাব হল রুম থেকে বেপক উৎসাহ উদ্দীপনায় আনন্দ র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়।র্যালি শেষে প্রকাশনা উৎসব,আলোচনা সভা,কেক কাটা ও মন মুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টান হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন,মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়রা মহসিন ,মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম,মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল।আরো উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল,মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. সাদিক আহমদ,মৌলভীবাজার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অকিল উদ্দিন,সিনিয়র সাংবাদিক সারোয়ার আহমদ,সাংবাদিক নেতা হুমায়েদ আলী শাহিন,শ্রীমঙ্গল প্রেসক্লারের সেত্রেুটারী মোঃ ইদ্রিস আলী,কনকপুর ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান প্রমুখ।দৈনিক মৌমাছি কন্ঠের উপদেষ্ঠা ,কলামিষ্ট ও মৌলভীবাজার জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও এডভোকেট সিরাজুল ইসলামের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্টানের সার্বিক ব্যবস্তাপনায় ছিলেন দৈনিক মৌমাছি কন্ঠের প্রকাশক ও সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ।উক্ত র্যালিতে অংশ গ্রহণ করে শহরের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ ও মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি।প্রকাশনা উৎসব ও উদ্ধোধনী অনুষ্টানের অতিথিদের ফুল দিয়ে বরণ করে মৌমাছি কন্ঠের প্রতিনিধি ও সাংবাদিকরা। প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য দেন দৈনিক মৌমাছি কন্ঠের প্রকাশক ও সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ তিনি বলেন,অনেক বাঁধা ও পরিশ্রমের মাধ্যমে আজ মৌমাছি কন্ঠ দৈনিক এটা আপনাদের ভালবাসার ফল। তরুণ উদিওমান সত সাহসী সংবাদকর্মী দের নিয়ে আমার পথ চলা।আমারা তুলে ধরবো সমাজের অবহেলিত মানুষের কথা আপনাদের মাঝে। বক্তব্য কালে সকল অতিথি মৌমাছি কন্ঠের সাফল্য কামনা করেন।
প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন বলেন, দৈনিক সংবাদপত্র ও পত্রিকা গুলো একটি শিল্প এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সম্পাদক সটিক সিদ্ধান্ত নিয়েছেন।সটিক ও বস্তনিষ্ট সংবাদ পরিবেশন করে দৈনিক মৌমাছি কন্ঠ যেন মৌলভীবাজারবসীর কন্ঠ হয়। বিশেষ অতিথি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য বলেন,প্রয়াত সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলী একজন সাংবাদিক ছিলেন তিনি সংবাদকরর্মীদের ভালবাসতেন পত্রিকার প্রতি হৃদয়ে একটি টান ছিল।তাই তিনি তার মেয়েকে আপনাদের মত সাংবাদিক বানিয়েছেন । আমি সকল মিডিয়া ও সাংবাদিকদের পাসে আছি সবসময় এবং থাকবো।
জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম বলেন দৈনিক মৌমাছি ক›েঠর এই শুভযাত্রায় আমাদের প্রশাসনের সকল কার্যকম সার্বিক সহোযীতা অব্যাহত থাকবে।ভাল মানের একটি নিরপেক্ষ হিসাবে মৌমাছি কন্ঠ যেন প্রতিষ্ঠিত হয় এই কামনা করি।জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেন,পুলিশের সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে।মৌমাছি কন্ঠ যেন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সব সময় সংগ্রাম ঘোষনা করতে পারে প্রতিবাদের হাতিয়ার হয় যেন এই পত্রিকা।এবং জেলাবাসীর মন জয় করে যেন মৌমাছি কন্ঠ জনকন্ঠে পরিনত হয়।