মৌলভীবাজার;
মৌলভীবাজারের পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাজনগর সদর উপজেলার মজিদপুর গ্রামের দুবাই প্রবাসী আব্দুল কালাম জিতু মিয়ার স্ত্রী শাহিনা আক্তার(২০)তার নিজ কক্ষে গলায় ওড়না পেছিয়ে আত্নহত্যা করে। অন্যদিকে কমলগঞ্জ উপজেলার গোপালনগর এলাকার মামুন মিয়ার স্ত্রী রুকশানা বেগম(১৯)বিষ পান করে আত্নহত্যা করে।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, মৌলভীবাজার সদর হাসপাতালের আনার পর তাদের মৃত্যু হওয়াতে লাশ দুটি ময়নাতদন্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।