মৌলভীবাজার;
মৌলভীবাজারে দাওরা ও কামিল উত্তীর্ণদের সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে জেলার ১৫০ জন দাওরা ও কামিল উত্তীর্ণদের এ সংবর্ধনা দেয়া হয়।
মৌলভীবাজার খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক মওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, কেন্দ্রী উপদেষ্ঠা শায়খুল হাদীস আল্লামা আব্দল বারী, কেন্দ্রী যুগ্ন মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সহ-প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক শামছুজ্জামান চৌধুরী।
২০১৬ ও ২০১৭ শিক্ষাবর্ষে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে দাওরা ও কামীলে মৌলভীবাজার জেলার সাত উপজেলার উত্তীর্ণদের এ সংবর্ধনা দেয়া হয়।