মৌলভীবাজার;
যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন,এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) আশরাফুর রহমানের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিন ও যুব প্র্রশিক্ষক হাসান আহমদ এর উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অজিজুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান,জেলা শিল্পকলা একােেডমীর সম্পাদক এমাদুল হক মিন্ট, সহকারী পুুলিশ সুপার রাশেদুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ। এ ছাড়াও আলোচনা সভায় জন প্রতিনিধি ও জেলা পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে যুব ঋনের চেক, সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হয়।