শহর প্রতিনিধি।। ৯ই আগস্ট ২০১৬ইং, মঙ্গলবার মৌলভীবাজার জেলা যুবসংহতি সম্মেলন সফল করার লক্ষে শহরের সম্রাট ম্যানশনে এক সভা অনুষ্টিত হয়। জাতীয় যুবসংহতির জেলা কমিটির আহবায়ক বেলায়েত আলী খান জুয়েলের সভাপতিত্বে ও জেলা যুবসংহতির সদস্য সচিব বদরুল হাসান জোসেফের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সৈয়দ সাহাবউদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সাধারন সম্পাদক, সৈয়দ নুরুল হক, জাতীয় পার্টি মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সভাপতি তজম্মুল হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক সৈয়দ রুমেন আলী, পৌর জাতীয় পার্টি সভাপতি মোঃ ফারুক আহমদ, সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, জেলা জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক, মোঃ আসাদুর রহমান ও প্রচার সম্পাদক এনামুল হক তালুকদার প্রমুখ।
উক্ত সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্টপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ছোট বোন মরহুম মরিয়ম বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।। এছাড়াও জাতীয় যুবসংহতির আসন্ন জেলা সম্মেলনকে সফল করার লক্ষে জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা এবং উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ সমন্নয়ের এবং জেলার সর্বস্তরের যুব নেতৃবৃন্দ উপস্তিতিতিতে।
আগামী ১৩ই আগস্ট ২০১৬ রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় প্রেসক্লাব মোড় রোড়স্থ “বনফুল কমিনিউটি সেন্টারে” যুবসংহতির আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহন করা হয়।