মৌলভীবাজার;
মৌলভীবাজারে জোড়া খুনের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। আজ ৮ ডিসেম্বর শুক্রবার ভোরে শহরের বেরিরচর এলাকার নিজ বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। আটক যুবকের নাম রুবেল মিয়া (২৫)। সে ওই এলাকার বাসিন্দা। মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক তাপস যুবককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে দুই ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় এখনও থানায় কোন মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন মডেল থানার ডিউটি অফিসার শিলা বেগম। তিনি জানান হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত দুই ছাত্রলীগ কর্মীর লাশ বাড়িতে নেয়া হয়েছে। নিহত স্কুল ছাত্র মাহির জানাযা দুপুর ২টায় তার নিজ বাড়ি দুর্লভপুরে এবং শাবাবের জানাযা বিকেল সাড়ে ৪টায় শহরের টাউন ঈদগাহ ময়দানে হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
উলেখ্য; গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সরকারি স্কুলের হোস্টেলের সামনে কুপিয়ে খুন করা হয় মাহি ও শাবাব নামে দুই ছাত্রলীগ কর্মীকে। পুলিশ ছাত্রলীগের অভ্যন্তরিণ কোন্দলের ফলে এই খুন জানালেও জেলা ছাত্রলীগ তা অস্বীকার করেছে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করেছে। দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।