মৌলভীবাজার; মৌলভীবাজারে চ্যানেল আইর ১৯তম জন্মদিন পালিত হয়েছে। রোববার (১ অক্টোবর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব থেকে বণাঢ্য র্যালী বের হয়ে আবার প্রেসক্লাবেক এসে কেককাটা ও ফুল দিয়ে বরনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়।
প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল আইর মৌলভীবাজার প্রতিনিধি এম এ সালামের সভাপতিত্বে ও প্রথম আলো প্রতিনিধি আকম হোসেন নিপুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম,পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ্ জালাল। র্যালী ও আলোচনাসভায় জেলার ইলেক্টনিক্স,প্রিন্ট মিডিয়া ,অনলাইনের সাংবাদিকরাসহ বিভিন্ন সামাজিক সংগটনের কর্মী উপস্থিত ছিলেন।