মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাশ চৌধুরী (৪৫ কে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃতরা।
শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে সৈয়ারপুর তার নিজ বাসায় হামলা চালায় দুর্বৃতরা।
স্থানীয় সূত্রে জানাযায়,সন্ধ্যায় তার বাসায় ভিতরে ১০/১৫জন মুখোশধারী ঘরের ভিতরে প্রবেশ করে এলোপাতারী হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করে কুপিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তারে সিলেট এ এম জি ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো: সুহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বদরুল আলম চৌধুরী