সোমবার (১৬ অক্টোবর) ভোরে ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ডাকাতরা হল, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবুল মিয়ার পুত্র আব্দুল মালেক (২৮),একই উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্নগঞ্জ গ্রামের মর্তুজ আলীর পুত্র ইয়াছিন আলী ওরফে কালা বাবুল (৪০)।
পুলিশ সূত্রে জানাযায়, রাজনগর সদর ইউনিয়নের মজিদপুর গ্রামের ইলিয়াছ মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তায় দাড়িয়ে ডাকাতি প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের অপর সহযোগীরা পালিয়ে যায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে ।