স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস এই মাসকে কেন্দ্র করে মৌলভীবাজারে আযোজন করা হয়েছে প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো “বিশ্বাসী হৃদয়ের সুর”।
মঙ্গলবার ২৩ মে, সকাল ১১টায় মৌলভীবাজার প্রেস ক্লাব মোড় রোডে জাহাঙ্গীর কমিনিটি সেন্টারে শুরু হয় বাছাই কার্যক্রম। মৌলভীবাজার জেলার সবকটি ইউনিয়নের স্কুল কলেজ ও মাদরাসার হাজারও ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহন করেছে। প্রতিযোগিতাটি বিভিন্ন পর্বের মাধ্যমে সম্পন্ন হবে। হাজারও প্রতিযোগির মধ্যে থেকে জেলা পর্যায়ের বিজ্ঞ বিচারকমন্ডলীরা ৪০ জন ইয়েস কার্ডপ্রাপ্ত প্রতিযোগি কে নিয়ে শুরু করবেন রমজান মাস ব্যাপি যাত্রা। বিজয়ীদের জন্য থাকছে ৫০ হাজার টাকার পুরস্কার।
সার্বিক সহযোগিতায় রয়েছে, আবাবিল সাংস্কৃতিক ফেরাম মৌলভীবাজার ও এম সি এস ক্যাবল সিস্টেম মৌলভীবাজার।
অনুষ্টানটি প্রচারিত হবে পবিত্র রমজান মাসের ১ থেকে ২৭ রমজান পর্যন্ত প্রতিদিন ইফতারের পূর্বে শুধু মাত্র এম, সি,এস ক্যাবল সিস্টেম মৌলভীবাজার।