মৌলভীবাজার প্রতিনিধি:- উচ্চ আদালতে রিট আবেদন করে নিজের প্রার্থিতা ফিরে পেলেন মৌলভীবাজার সদর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী অলিউর রহমান।
বিএনপির প্রার্থী অলিউর রহমানের মনোনয়নপত্র দাখিলের সঙ্গে সর্বশেষ আয়কর রিটার্নের রশিদের কপি না থাকায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেন। এ প্রেক্ষিতে জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষের কাছে বিএনপির মেয়র প্রার্থী আপিল করলে গত শুক্রবার আপিলটি খারিজ হয়ে যায়।