বিনোদন ডেক্সঃ- ফিরছেন মুন্না ভাই। বলিউডের জনপ্রিয় সিনেমা মুন্না ভাই সিরিজের তৃতীয় ছবিটি খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাবে বলে জানিয়েছেন রাজকুমার হিরানী।
‘লগে রহো মুন্না ভাই’-ছবিটির পর মুন্না ভাইকে নিয়ে তৃতীয় ছবিটি করার জন্য তেমন কোন ভাল বিষয় পাচ্ছিলেন না রাজকুমার হিরানী। তবে অবশেষে ভালো বিষয় বা গল্প খুঁজে পেয়েছেন, তাই খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে মুন্না ভাই সিরিজের তৃতীয় ছবি। মুন্না ভাই সিরিজের তৃতীয় ছবিটির নাম ‘মুন্না ভাই চলে আমেরিকা’ করার কথা থাকলেও পরবর্তীতে তা পরিবর্তন করে নামকরণ করা হয়েছে ‘মুন্নাভাই চলে দিল্লি’।
এ প্রসঙ্গে রাজকুমার হিরানী জানান, “ওই একই সময় প্রায় একই বিষয় নিয়ে মুক্তি পায় ‘মাই নেম ইজ খান’। তাই ওই ছবিটির কাজ বন্ধ করে দেওয়া হয়।”সঞ্জয় দত্ত এবং আর্শাদ ওয়ার্সিকে নিয়েই তৈরি হচ্ছে মুন্না ভাই সিরিজের তৃতীয় ছবিটি। তবে ছবির নায়িকা কে হচ্ছেন তা এখনো খোলসা করে বলেননি তিনি।
উল্লেখ্য, ‘লগে রহো মুন্না ভাই’ ছবিটি মুক্তি পায় ২০০৬ সালে। এর পর ‘থ্রি ইডিয়েটস্’ বা ‘পিকে’-র মতো ছবি করলেও মুন্না ভাইকে বড় পর্দায় ফিরিয়ে আনার মতো ভালো প্লট পাচ্ছিলেন না রাজকুমার হিরানী। তাই হিরানীর এই ঘোষণায় মুন্না ভাই সিরিজের ভক্তরা বেশ খুশি। তা সে হোক না দশ বছর পর, আবার সার্কিট এবং মুন্না ভাইকে একসঙ্গে পাওয়া তো যাবে।