সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনসার আলীর উপর হামলা ও তাকে কুপিয়ে আহত করার অভিযোগে মবশির আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার(১৫নভেম্বর) রাতে ১১টার দিকে তাকে আটক করা হয়।
মবশির সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড়কাপন গ্রামের মৃত ছবর আলীর ছেলে ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ জানান, তার বিরুদ্ধে গতকাল মুক্তিযোদ্ধা আনসার আলীর উপর হামলার ঘটনায় মামলা করা হয়। (মামলা নয় ১৭) যার প্রেক্ষিতে আমরা তাকে গ্রেফতার করি।