আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় যুব তৃণমূল কংগ্রেসের এক সভায় বিজেপিকে ভারত ছাড়ার ডাক দিলেন পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নোট বাতিল ও জিএসটি চালুর প্রতিবাদে কোলকাতার রাণী রাসমণি রোডে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই আহ্বান জানান।
ফিরহাদ হাকিম আজ বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ না করে বলেন, ‘আমরা তার নেতৃত্বে মাথানত করতে পারব না যার হাতে গুজরাটের নিরীহ মানুষদের হত্যালীলা লেগে থাকে, তাদের সম্মান করতে পারব না। সেই দলকে সম্মান করতে পারব না। সেই আদর্শকে নিতে পারব না। সেই আদর্শকে যারা নিয়েছেন তারা আদর্শচ্যুত হয়েছেন। নিজেদের আদর্শকে জলাঞ্জলি দিয়েছেন। যারা আমরা গান্ধীবাদ, সুভাষবাদের কথা বলে এসেছি সেই গান্ধীজিকে যারা হত্যা করেছেন তাদের আদর্শে আমরা কখনোই উদ্বুদ্ধ হতে পারব না।’
ফিরহাদ হাকিম বলেন, ‘২০১৪ সালে যেদিন মোদি সাহেব ভারত জয় করতে বেরিয়েছিলেন, সেদিন সবার আগে প্রতিবাদ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’
নোট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ সকলেই হাহাকার করছেন, ভারতের কী সর্বনাশ হল তা ভেবে! গুজরাটের মানুষ, গুজরাটের ব্যবসায়ীরাও তা বুঝতে পারছেন তাদের যে রোজগার তা শেষ হয়ে গেছে।’
তিনি বলেন, ‘ভারতে আবার মুক্তি আন্দোলন করতে হবে। বাংলাকে আমরা সিপিএম মুক্ত করেছি, ভারতকে বিজেপি মুক্ত করতে হবে। বিজেপি তুমি ভারত ছাড়ো, এখনই ছাড়ো, শিগগিরি ছাড়ো। বিজেপি’র বিরুদ্ধে আমাদের লড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি হটাও, দেশ বাঁচাও আন্দোলন চলবে।’
ফিরহাদ হাকিম বলেন, ‘আজ বিদ্বেষের রাজনীতি শুরু হয়েছে, একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে আমরা আছি। মানুষে মানুষে বিদ্বেষের ঘটনা আগে কখনো ছিল না।’
তিনি বলেন, ‘বাংলার মাটি ঠাকুর রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বিবেকান্দন্দের মাটি। এখানকার মানুষ মোহন ভাগবতের কাছ থেকে ধর্ম শিখবেন না। যারা গুজরাটের হত্যালীলার সঙ্গে জড়িত সেই দলের সঙ্গে বাংলার মানুষ থাকবে না।’
সমাবেশে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূলের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। (পার্সটুডে)