নিজস্ব প্রতিনিধিঃ- জাতীয় পার্টির যে সংসদ সদস্যরা মন্ত্রিসভায় রয়েছেন, তারা দল থেকে পদত্যাগ করলে দলের জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের।
বৃহস্পতিবার দুপুরে দলটির বনানী কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, জনগণের স্বার্থে সরকার চাইলে যেকোনো সময় জাতীয় নির্বাচন দিতে পারে। জিএম কাদের বলেন, ‘যদি মন্ত্রী থাকতেই হয় আর প্রধানমন্ত্রী যদি উনাদের মন্ত্রিসভায় রাখতেই চান তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জাতীয় পার্টিতে থেকে মন্ত্রিসভায় থাকা যাবে না।’ তিনি আরও বলেন, উনারা যদি আলাদাভাবে মন্ত্রিসভায় যান আমার তাতে কোনো আপত্তি নেই। জাতীয় পার্টির তরফ থেকেও কোনো আপত্তি থাকবে না। জাতীয় পার্টি থেকে মন্ত্রী থাকলে আমাদের রাজনীতি হবে না। দেশের রাজনীতিতে একটা কলঙ্ক হচ্ছে।