বিরোধীদল বিএনপি অভিযোগ করেছে যে পৌরসভার নির্বাচনে কমপক্ষে ২৭টি জায়গায় তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে ক্ষমতাসীনরা বাধা দিচ্ছে।
বিএনপির একজন কেন্দ্রীয় নেতা ড. মইন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে এই অভিযোগ জানায়।
দলটি আরও অভিযোগ করেছে, সারাদেশে ২৩৫টি পৌরসভার নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে তাদের তিন হাজারের মতো নেতা-কর্মিকে গ্রেফতার করা হয়েছে।
মইন খান বলেন, বিশেষ করে ফেনীতে বিএনপি-সমর্থক ৩৩ জন কাউন্সিলর প্রার্থী সরকার-সমর্থকদের বাধার মুখে মনোনয়ন পত্র জমা দিতে পারেন নি। মনোনয়নপত্র জমা দিতে পারেন নি মেয়র প্রার্থীরাও।
মি. খান বলেন, “বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিজ নির্বাচনী এলাকা ফেনী। সেখানেই যখন এ অবস্থা তাহলে বাকিগুলোতে কি হচ্ছে সহজেই অনুমেয়।
বিএনপি নির্বাচনী প্রচারাভিযানে ‘সবার জন্য সমান সুযোগ’ বা ‘লেভেল প্লেইং ফিল্ড’ তৈরি এবং বাধা সৃষ্টিতে জড়িত নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহবান জানিয়েছেন।
মইন খান বলেন, আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন এসব বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, কোন প্রার্থী কোন সমস্যায় পড়লে নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, দাগনভুঁইয়ায় পুলিশী সুরক্ষা দিয়ে মনোনয়নপত্র জমা নেবার ব্যবস্থা করা হয়েছে।