জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কাঠভর্তি অবৈধ জিপ (চাঁদের গাড়ী) জব্দ করেছে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বুধবার দিনগত রাত সাড়ে ১০ টায় কাপ্তাই সড়কের ইছাখালী এলাকায় স্থানীয় জনতার সহায়তায় অভিযান চালিয়ে কাঠভর্তি জিপ আটক করে।
জানা গেছে, প্রতিদিন অবৈধ কাঠভর্তি গাড়ী রাঙ্গুনিয়ার বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়ার খবর পান ইউএনও। বুধবার (৯ নভেম্বর) রাত ১০ টায় উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া থেকে একটি অবৈধ কাঠভর্তি গাড়ি(ঢাকা ঘ- ৯৫৪৭) উত্তর রাঙ্গুনিয়ার ইসলামপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। গাড়িটি উপজেলা সদরের ইছাখালী এলাকায় পৌঁছলে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন কাঠভর্তি অবৈধ গাড়িটি থামিয়ে কাঠসহ গাড়িটি জব্দ করেন। জব্দকৃত গাড়ির চালক মো. আলমগীর জানায়, সরফভাটার জনৈক মাহাবুর কাছ থেকে ভাড়ায় গাড়িতে কাঠভর্তি করে ইসলামপুরের একটি ইটভাটায় যাচ্ছিল। অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
ছবির ক্যাপশন- রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় স্থানীয় জনতার সহায়তায় অবৈধ কাঠভর্তি গাড়ি আটক করেন ইউএনও মোহাম্মদ কামাল হোসেন