এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি।
মঙ্গলবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন কালে তিনি বীরগঞ্জ-কাহারোল সহ দেশবাসীকে দূর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছে বলেছেন, ধর্ম যার যার-উৎসব সবার এ অধিকার নিশ্চিত করেছে শেখ হাসিনার আওয়ামীলীগ সরকার। এসময় তার সংঙ্গে ছিলেন উপজেলা চেয়ারম্যন মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, বীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আবু আক্কাস, পৌর আ’লীগ সভাপতি মোশারফ হোসেন বাবুল, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক (চলতি দায়িত্ব) মোঃ নুর ইসলাম, পৌর আ’লীগ সাধারন সম্পাদক অধ্যক্ষ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কালিপদ রায় প্রমুখ।