দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে প্রেসক্লাব মিলনায়তনে দলিত ও আদিবাসী ক্ষুদে সাংবাদিকদের এক দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
সার্প রাইটস্ পকল্পের আয়োজনে ও হেক্স ইপার, সুইজারল্যান্ড এর সহযোগিতায় দলিত ও আদিবাসী কিশোর কিশোরী ক্ষুদে সাংবাদিকদের উন্নয়নের জন্য স্থানীয় পত্রিকা ও প্রেসক্লাবের সাথে লিংকেজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বুধবার ক্ষুদে সাংবাদিকদের এক দিনের প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষন গ্রহন করেন কলেজ ছাত্রী মারিয়া হেম্ব্রম (ডিগ্রী ৩য়বর্ষ), ইনতি মুরমু (এইচএসসি ২য়বর্ষ), বাবলা কুজুর (ডিগ্রী ১মবর্ষ), রবেন মুরমু (এইচএসসি ২য়বর্ষ), শিমুল সরেন (বিএসএস), সাগরাম হাসদা (এইচএসসি)।
সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী ও যুগ্ন সাধারন সম্পাদক মোশাররফ হোসেন। প্রশিক্ষন প্রদানকালে সার্প রাইটস্ পকল্পের রুবিনা আক্তার (পিসি), নাজমা বেগম (এও), আবু জাহিদ (পিও) প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আরএম তৌফিক, সাংবাদিক রনজিৎ সরকার রাজ উপস্থিত ছিলেন।