এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে এম.এস.গোপাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসে বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিকাল ৫টায় তিনি এম.এস.গোপাল (মনোরঞ্জন শীল গোপাল) ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় উপজেল নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন-এর সভাপতিত্বে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
এর পূর্বে বেলা ১১ টায় মুক্তিযোদ্ধাদের সম্বধনা অনুষ্ঠানে তিনি বলেন, ৭১ এর স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা ভাইদের আবদানের কথা ভুলবার নয়। সেদিন তারা নিজের জীবনকে উৎসর্গকরে পাকিস্তানী বাহিনীর সাথে প্রানপন যুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন করেছেন। তাদের রক্তে এবং মা-বোনদের সম্ভ্রম হানির মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। মা-বোনদের যে অবদান তাদের ছোট করে দেখার উপায় নাই। তাই সরকার বীরঙ্গনা নারীদের মুক্তিযোদ্ধার সম্মান প্রদান করছেন। যুদ্ধশেষ বন্দীদশা থেকে মুক্তিলাভের পর জাতির জনক বঙ্গবন্ধু দেশে ফিরে এসে নির্যাতিত মা-বোনদের বীরাঙ্গনা উপাধীতে ভুষিত করেছেন। যারা ৭১ এর স্বাধীনতা যুদ্ধে বিরোধীতা করেছেন তাদের সাথে কোন আপোষ হতে পারে না। তাই আজকে ঐ নর পশুদের সাথে লড়াই করার সময় এসেছে। আজকে আওয়ামীলীগ সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মানে ভুষিত করেছেন। তাদের ভাতা বৃদ্ধিসহ চাকুরী ক্ষেত্রে তাদের সন্তানদের সুযোগ সৃষ্টি করা হয়েছে কোটা সংরক্ষনের মাধ্যমে। অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য সরকার বাড়ী তৈরি করে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছেন। যারা স্বাধীনতা চাননি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, মুক্তিযোদ্ধাকে তিরস্কার করে তারা সরকারে এসে স্বাধীনতা বিরোধী জামাত কে নিয়ে সরকারের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলেদিয়ে স্বাধীনতাকে ভুলুন্ঠিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক হচ্ছে আওয়ামীলীগ। তাই আসুন আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের জন্য প্রধান মন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আক্কাছ আহম্মেদ, উপজেলা কমান্ডার বীর মুক্তি যোদ্ধা কালীপদ রায়, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ নুর ইসলাম নুর। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয় দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠিত ক্রিড়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করেন।
এর আগে প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল রাত ১২.০১ মিনিটে উপজেলা চত্ত্বর স্মৃতি সৌধে বীর শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পন করেন।