বিনোদন ডেক্সঃ- উপমহাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউডে এখন চলছে বিয়ের হিড়িক। কেউ গাঁটছাড়া বাঁধছেন আবার কেউ আকদ সম্পন্ন করে রাখছেন। এবার এই দলে নাম লেখাতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষি সিনহা। বলি পাড়ায় গুঞ্জন উঠেছে এক সেলেব্রিটি ম্যানেজার ও শিল্পপতিকে বিয়ে করতে যাচ্ছেন সোনাক্ষি!
ইয়াহু ডটকমের বদৌলতে জানা যায়, দাবাংখ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহা নাকি তার প্রাক্তন প্রেমিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন! যদিও তাকে প্রাক্তন প্রেমিক বলা ঠিক হচ্ছে না। কারণ ইদানিং প্রায়শই বান্টি শচদেব নামের ওই ব্যবসায়ির সাথে বিভিন্ন রেস্টুরেন্টে সোনাক্ষিকে ডেট করতেও দেখা যায়। আর তিনিই নাকি এবার সোনাক্ষিকে সরাসরি বিয়ের প্রস্তাব করেন।
গেল বছরে বেশ জোরেসরেই অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের কথা শোনা গিয়েছিল সোনাক্ষির। কিন্তু তারসাথে সম্পর্ক ছাড়াছাড়ি হওয়ার পর তিনি বান্টির সাথে প্রেমে জড়িয়ে যান। আর এই বান্টি হচ্ছেন সালমান খানের ভ্রাতা সোহেল খানের শ্যালক!
তবে বিয়ের ব্যাপারে সোনাক্ষি এখন পর্যন্ত মুখে কুলূপ এঁটে বসে আছেন।