গাজীপুর প্রতিনিধিঃ- অষ্টম জাতীয় বেতন স্কেলে চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে বিসিএস ক্যাডারদের সঙ্গে বিজ্ঞানীদের গ্রেড বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানীরা। ঢাকা-গাজীপুর মহাসড়কে দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ব্রি ও বারি কার্যালয়ের সামনে কলো ব্যাজ ধারণ করে তারা এ কর্মসূচি পালন করেন।
এসময় আরো উপস্থিত ছিরেন কৃষিবিদ মো: মুজিবুর রহমান, পরিচালক (প্রশিক্ষণ) ড. ভাগ্য রানী বনিক, পরিচালক (গবেষণা) ড. মো: জালাল উদ্দিন পরিচালক (গম গবেষণা) ড. মোহাম্মদ হোসেন, পরিচালক ( উদ্যাণ তত্ব) ড. মো. শাহবুদ্দিন।
মানববন্ধন থেকে বক্তরা অভিযোগ করেন, চাকুরিতে যোগদানের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে বিসিএস ক্যাডারদের অষ্টম গ্রেডে এবং বিজ্ঞানীদের নবম গ্রেড করা হয়েছে। এতে মেধাবীরা ভবিষতে গবেষণা প্রতিষ্ঠানে যোগদানে নিরুৎসাহিত হবে এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হবে।
বিগত চার দশকে বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন জাত ও প্রযুক্তির মাধ্যমে দেশ খাদ্য ঘাটতি থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে তারা চাকুরিতে যোগদানের ক্ষেত্রে বৈষম্যমূলক ব্যবস্থা বাতিল করে বিজ্ঞানীদের চাকুরি অষ্টম গ্রেড দিয়ে শুরুর দাবি জানান।