ডেস্ক নিউজ : নির্বাচন করা বিএনপির অধিকার। তাই সংলাপের কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে, তেমনি বিএনপিও নির্বাচনে অংশ নেবে। সরকার নির্বাচন কমিশনকে সাহায্য করবে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে।
শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বিএনপি কি কারো দয়া দাক্ষিণ্যর ওপর নির্ভর হয়ে নির্বাচনে যাবে? নির্বাচন বিএনপির অধিকার। নির্বাচন করার জন্য রয়েছে বাংলাদেশের সংবিধান। এদেশের সংবিধানে নির্বাচন করার জন্য যেমন নির্দেশনা দেয়া আছে, নির্বাচন সেভাবেই হবে। সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করবে। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না। সংলাপ করার পরিবেশ বিএনপি রাখেনি। আর যদি আগামীতে কোনো সংকট দেশের সামনে হাজির হয়, তখন অবস্থা বুঝে সিদ্ধান্ত হবে কী করা জরুরি।
তিনি বলেন, নির্বাচনের দাবিতে বিএনপি মানুষ পুড়িয়েছে। জনগণ এসব ভুলে যায়নি। এসব করে বিএনপি তার ভোট ব্যাংক হারিয়েছে। এসব করার জন্য বিএনপিকে খেসারত দিতে হবে। দেশের ১৬ কোটি মানুষ প্রধানমন্ত্রীর ভাষণে খুশি হয়েছেন। কিন্তু বিএনপি খুশি হতে পারেনি। বিএনপি প্রধানমন্ত্রীর ভাষণে হতাশ।
নির্বাচন কালীন সরকার নিয়ে ওবায়দুল কাদেরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যারা এসব নিয়ে কথা ওঠায় তারা যেন সংবিধানটা আবার পড়ে দেখে।
খালেদা জিয়া সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তিনি যদি সত্যিই সংলাপ চাইতেন তবে গতবার এভাবে সংলাপ প্রত্যাখ্যান করতে পারতেন না। সংলাপ নিয়ে বিএনপি রাজনৈতিক স্টান্টবাজি করতে গিয়ে সুযোগ হারিয়েছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।