অগ্রদৃষ্টি ;
সংগীত শিল্পী বারী সিদ্দিকীর অবস্থা আশঙ্কাজনক। বরং অবস্থা সময়ের সাথে পাল্লা দিয়ে অবনতি হচ্ছে। লাইফ সাপোর্টে রাখার পরও কোন উন্নতি হচ্ছেনা। তিনি এখন ও নিবিড় পরর্যবেক্ষণে আছেন। এমন অবস্থায় চিকিৎসকরা কোন আশার কথা বলতে পারছেন না। আশা খুব কম। লাইফ সাপোর্টে আশঙ্কাজনক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে জনপ্রিয় লোকগানের কিংবদন্তি শিল্পী।
পারিবারিক সূত্রে জানাযায়; চিকিৎসকরা এখনও চেষ্টা অব্যাহত রেখেছেন। চিকিৎসার কোন কমতি হচ্ছেনা। এখন উপর ওলার কাছে দোয়া ছাড়া কিছু করার নাই। ডাক্তাররা বলেন অবস্থা খুবই খারাপ হয়েগেছে। নিয়ন্ত্রেনের বাহিরে। আল্লাহর উপর ভরসা করুণ, তিনি সবকিছু জানেন।
শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন বারী সিদ্দিকী। পরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্য লাইফ সাপোর্টে রাখা হয়। বারী সিদ্দিকী দীর্ঘদিন যাবত কিডনিসহ নানা রোগে ভুগছেন। তার দুই কিডনি অকার্যকর হয়ে গেছে।
কিন্তু আজ সন্ধ্যা থেকে কিছু অনলাইন পত্রিকা ও ফেইসবুকে ছড়িয়ে গেছে তিনি আর নেই। এবিষয়ে ঢাকা স্কয়ার হাসপাতালের চিকিৎসক ও অগ্রদৃষ্টির চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাক্তার ফারহানা মোবিন বলেন; জনপ্রিয় সংগীত শিল্পী বারী সিদ্দিকীকে এখনও নিবিড় পরিচর্যয় রাখা হয়েছে। কর্মরত চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। কোন দুসংবাদ দেওয়া হয়নি। তবে ওনার অবস্থা খুব খারাপ। এখন উপরওলার ভরসা, তিনি চাইলে সবকিছু সম্ভব। ভালো কিছু হতে পারে।
প্রসঙ্গত; বাংলাদেশসহ বিভিন্ন দেশে নিজের প্রতিভা ও সুরের মুছনা দিয়ে নিজের অবস্থান গড়েছেন। হয়েছেন হাজারও ভক্তের প্রাণ। তিনি ছিলেন বারী সিদ্দিকী। জীবনের বেশ সময় ব্যয় করেছেন সংগীত সাধনায়।১৯৯৯ সালে দেশব্যাপী জনপ্রিয় হন হুমায়ূন আহমদের শ্রাবণ মেঘের দিন ছবিতে গান করে। এর পর অসংখ্য গান গেয়ে হয়ে উঠেন দেশের অন্যতম জনপ্রিয় লোকসংগীত শিল্পী। তার মধুর কন্ঠ ও গায়কী আর বাঁশির সুর মুগ্ধ করেছে দেশবাসীকে।