বছরের শেষ ঘণ্টা কড়া নাড়ছে দুয়ারে। ক্রমশই জানান দিচ্ছে নতুন বছরের আগমনী বার্তা। আর তাই চলতি বছরের গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সবাই। এই ব্যস্ততার মধ্যে বছরের শেষ কটা দিন বাবা-মায়ের কাছে গিয়ে থাকতে চান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
দীপিকা বললেন, ‘স্রেফ বছর শেষের কটা দিন ঘরে বাবা-মায়ের সঙ্গে সময় কাটাব। সেই সঙ্গে ঘুমাবো আর হলিডে এনজয় করব। আসলে এক বছরে তিনটে ছবি করার পর খুব হেকটিক লাগছে। এবার ফ্যামিলির সঙ্গে আনন্দ করে সময় কাটাব।’
সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছিলো, হলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। এ খবরকে উড়িয়ে দিয়ে দীপিকা জানালেন, তিনি হলিউডে পাড়ি জমাচ্ছেন বলে যে খবর রটেছে আসলে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘আমি সিরিয়াসলি কোনো হলিউড ফিল্ম করছি না। এখনো পর্যন্ত এ রকম কোনো খবর তো আমার জানা নেই। সাংবাদিকদের কেউ কিংবা পরিচিতদের মধ্যে কেউ হয়তো এই খবরটা রটিয়ে দিয়েছে।’
দশ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করে চলেছেন দীপিকা। নানা চরিত্রে অভিনয়ও করেছেন। নিজের ব্যক্তি চরিত্রের সঙ্গে ছবির চরিত্রকে আদান-প্রদানের মাধ্যমে নিজের অভিনয়কে আরো সমৃদ্ধ করে তুলেছেন এই অভিনেত্রী।