মৌলভীবাজার;
বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের নির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের ভি,আই,পি লাউঞ্জে গত ১৫ অক্টোবর সকালে। ঢাকা ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের সাবেক সভাপতি আকতারুজ্জামানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তোফিক ইমাম (এইচ,টি, ইমাম)। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাটোর সদর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহা-পরিদর্শক সৈয়দ বজলুর করিম, নব-নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার ২নংওয়ার্ডের তিনবারের নিবার্চিত কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের সদস্য ও মৌলভীবাজার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছসহ দেশের বিভিন্ন পৌরসভার কাউন্সিলরবৃন্দ। এ সময় বক্তারা বিভিন্ন দাবী ধাওয়াসহ মৌলভীবাজার ১নং ওয়ার্ডের কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী ও তার পরিবারের ৪ সদস্যদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দ্রাসহ হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।