রাজশাহী প্রতিনিধিঃ- বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্রের সামান্য পরিসরে প্রবেশ করতে বিএনপি পৌর নির্বাচনে অংশ নিয়েছে।
তিনি বলেন, ‘সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রধানের ভাইকে বিজয়ী করতে চৌমুহনী পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থীকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাকে গণসংযোগ করার জন্য বের হতে পর্যন্ত দেওয়া হচ্ছে না।’
বিএনপি নেতা রিজভী অভিযোগ করে বলেন, ‘সাংবিধানিক দায়িত্ব পালন না করে নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হিসেবে তাদের চাকরির মেয়াদ শুধু দীর্ঘায়িত করছে। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সন্ত্রাস চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে স্থগিত হওয়া ভোট কেন্দ্রগুলোতে সুষ্ঠু নির্বাচন হবে না।’
২০ দলীয় জোট ভাঙার পেছনে সরকারের হাত আছে কিনা এমন প্রশ্নের জবাবে রিজভী এরশাদ সরকারের উদাহরণ টেনে বলেন, ‘যখন কোনো সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তারা এ ধরণের কাজ করে। বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে কারণে তারাও এ ধরণের কাজ করছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য শাহিন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও বোলালিয়া থানার সভাপতি সাইদুর রহমান পিন্টুসহ অন্যান্যরা।