আগামীকাল
আগামীকালের
আরো একটি সকাল আসছে
নিজেকে জানার,জানিয়ে দেওয়ার।
মাথায় গুণপোকা চেপেছে
সংঘাত তৈরির নতুন ইস্যু লেগেছে,
ধীরে ধীরে ক্রমশই
অজানা পথে হাটছে।
কুচক্রমহল কৌশলে লুফে নিচ্ছে
সেই পথ?
বিবেকহীন ক্ষমতালোভী নির্লজ্জরা
সমষ্টিগত সমস্যার কথা
ভুলে গিয়ে ইস্যু নিয়ে
একতরফা বকছে!
রচনা করছে হাস্যকর
কথামালা করছে পায়তারা
আদর্শ নীতিতে উদ্বুদ্ধ হয়ে
দেখাচ্ছে কত কি? বিবৃতিরা।
এভাবে হিংস্র আক্রমন
আর কতকাল।
আগামীকাল
আরো একটি সকাল আসছে
নিজেকে জানার
জানিয়ে দেওয়ার?