দলটি ওই ভিডিও টেলিভিশনে বিজ্ঞাপন আকারে প্রচার করতে চাইলেও কোনো বেসরকারি চ্যানেল তা প্রচার করার ‘সাহস পাচ্ছে না’ বলে দাবি করেছেন বিএনপির মুখপাত্র। নবম সংসদের বিরোধী দল বিএনপি দশম সংসদ নির্বাচন বর্জন করলেও স্থানীয় সরকারের এ নির্বাচনে অংশ নিচ্ছে।
দলটি বলছে, প্রচারে মেয়র পদে ধানের শীষে ভোট চেয়ে দলের চেয়ারপারসনের আহ্বান সম্বলিত ভিডিওটি রোববার রাত পর্যন্ত ফেইসবুকে ৩০ লাখ ব্যবহারকারীর কাছে পৌঁছেছে।পৌরসভা নির্বাচন সংক্রান্ত বিএনপির কেন্দ্রীয় মনিটরিং সেলের সদস্য সৈয়দ এমরান সালেহ প্রিন্স সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এ নির্বাচনে আধুনিক প্রযুক্তি সুবিধা নিচ্ছি। সেই হিসেবে ম্যাডামের একটি ছোট আহ্বানের ভিডিও ক্লিপ তৈরি করা হয়েছে। ভিডিওটি ফেইসবুকের মাধ্যমে গতকাল রাত পর্যন্ত ৩০ লাখ ব্যবহারকারীর কাছে পৌঁছে দিয়েছি।
“আমরা মনে করি, এর মাধ্যমে প্রায় তিন কোটির বেশি মানুষের কাছে তা পৌঁছে গেছে। এই কার্যক্রম আজ রাত ১২টা পর্যন্ত অব্যহত থাকবে।”দেশের ৩২৩টি পৌরসভার মধ্যে ২৩৪টিতে আগামী বুধবার ভোট হবে। নির্বাচনের প্রচার কার্যক্রম শেষ হবে সোমবার রাত ১২টায়। বিএনপির কেন্দ্রীয় মনিটরিং সেলের সদস্য প্রিন্স জানান, গুগলের সহায়তা নিয়ে খালেদা জিয়ার আরেকটি বার্তা মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিষয়টি এর বেশি স্পষ্ট করেননি তিনি।
২৩৪ পৌরসভায় দলের মনোনীত মেয়র প্রার্থীদের কাছে দলের নির্দেশনা পৌঁছানোর জন্যও তথ্য-প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।