অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের দক্ষিণ বড়মগড়া গ্রামের ফিলিপ পান্ডের স্কুল পড়–য়া কিশোরী কন্যা ঝুমুর প্রশাসনের সহায়তায় বাল্যবিয়ের হাত থেকে রেহাই পেল। সে জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। গত ১২ জুলাই শুক্রবার রাতে একই উপজেলার রাজিহার ইউনিয়নের বড়বাশাইল গ্রামের যতীন বিশ্বাসের ছেলে লিটনের সাথে বিয়ের দিন ধার্য করে উভয়পক্ষের অভিভাবকরা। এখবর জানতে পেরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন থানায় জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে না দেবার জন্য উভয়পক্ষের লোকজনের কাছে বললে তারা বিয়ের আয়োজন বন্ধ করে দেন। বাল্যবিয়ে বন্ধ হবার বিষয়ে সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য অজিত সরকার জানান, বিয়ের প্রস্তুতি চলছিল। প্রশাসনিক বাঁধার কারণে আমরা গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছি। তবে নাম না প্রকাশ করার শর্তে ওই গ্রামের এক বাসিন্দা ভিন্ন তথ্য জানান। তিনি বলেন, বিয়ে বন্ধ হওয়ায় ফিলিপ পান্ডে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন তিনি। একই বাড়ির অন্য একজনের সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বিয়ের খবর প্রশাসনকে জানানো হয়েছে।