প্রত্যেক মানুষের মাঝেই তার পছন্দের মানুষটি লুকিয়ে থাকে । জল্পনা-কল্পনায় তাকেই স্মরণ করে থাকেন। তেমনি এর ব্যাতিক্রম ঘটেনি বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের ক্ষেত্রেও। সম্প্রতি এক সাক্ষাৎকারের বরাতে জানা যায় তার মনের কথা।
সম্প্রতি চ্যানেল আই অফিসিয়াল ফেসবুক পেজের নতুন আয়োজন ‘ওয়ান টেক’ প্রশ্নোত্তর পর্বে মনের ইচ্ছার কথাই প্রকাশ করলেন আঁখি আলমগীর। কখনও ছবি করার সুযোগ পেলে, সেই ছবিতে তার বিপরীতে নায়ক কাকে চান তা জানান এই কণ্ঠশিল্পী। তিনি বললেন তার নায়কের কথা। আর সেই মানুষটি হল বাহুবলী’র প্রভাস। আবদারও করে বসলেন, তাকে কি কোনোভাবে এই খবরটি পৌঁছে দেয়া যায়!