হাবিবুর রহমান নামের এক প্রবাসীর মৃত্যুতে সিলেট বিভাগ প্রবাসী সমিতির পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। মরহুম ঐ ব্যক্তির বাড়ি গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির খর্দ্দাপাড়া গ্রামে। তিনি বিগত ২৩ এপ্রিল আবুধাবিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়ে, ১ছেলেসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন। প্রবাসী এ বাংলাদেশির মৃত্যুতে মরহুমার পরিবারকে সিলেট বিভাগ প্রবাসী সমিতির পক্ষ থেকে নগদ ১ লক্ষ ৪২ হাজার পাঁচশত টাকার অনুদান প্রদান করা হয়েছে। ঢাকাদক্ষিণ ইউনিয়নে অদ্য ২১ মে(রবিবার) সকাল ১১টায় ইউপি চেয়ারম্যান জনাব এস এম আব্দুর রহিম ও সিলেট বিভাগ প্রবাসী সমিতির আহবায়ক কমিটির সদস্য ফয়সল আলম চৌধুরী মরহুমার ছেলে মিজানুর রহমান ও মেয়ে লোপা রহমানের হাতে এ চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মরহুমার ভাই মুজিবুর রহমান। চেক হস্তান্তর শেষে সিলেট বিভাগ প্রবাসী সমিতিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ইউপি চেয়ারম্যান জনাব এস এম আব্দুর রহিম। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন এ সমিতি মানুষের সুখে দুঃখে পাশে থেকে যেভাবে কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও এভাবেই কার্যক্রম চালিয়ে যাবে বলে আশা করছি। এসময় আরোও উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ ইউপি সচিব মোস্তাফিজুর রব, ১নং ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান জনাব সেলিম আহমেদ, ৫নং ওয়ার্ড সদস্য সেলিম আহমেদ, ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির কাশিমী, ৯নং ওয়ার্ড সদস্য মোঃ শাহাব উদ্দিন, শেখ লুকমান আহমেদ রিপন, রেজাউল রহমান, আবু তাহের সোহেল, কাইয়ুম আহমেদ প্রমুখ।