ডেস্ক নিউজ : এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের মেয়ে আলাইনা হাসান অব্রির খেলার কয়েকটি ছবি ও একটি ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাইনার ছবি ও ভিডিও ফেসবুকে দেন সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান।
ওই ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, সাকিবের মেয়ে আলাইনাকে কোলে নিয়ে আদর করছেন প্রধানমন্ত্রী। এছাড়া সাকিব কন্যার সঙ্গে একটি খেলার ভিডিও দেখা যায়।
ফেসবুকে ছবির ক্যাপশনে সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান লেখেন, আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপনে কিছু ভালো সময় কাটলো! এমন ভয়ঙ্কর মাতৃগর্ভ ও যত্নশীল ব্যক্তি তিনি।
এর আগে, নাতি-নাতনিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খেলার দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ছোট্ট নাতনির চুলের বেণী করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি ছবিতে দেখা যায়, গণভবনের লনে হাত ধরে টানছেন ওই নাতনি ও তার ছোট ভাই। এসময় হাসিমুখে নাতি-নাতনিকে সামলাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।