মৌলভীবাজার থেকে, খ ম জুলফিকারঃ ৫ জুলাই (বৃহস্পতিবার) মৌলভীবাজার শহরের সাইফুর রহমান রোডে জননী টেলিকমে জনৈক তরুনী ৮৮০০ টাকা বিকাশ করে, পরবর্তীতে টাকা দিতে বিভিন্ন বাহানা করতে থাকে। দোকানদার ও উৎসুক জনতা অভিযুক্ত তরুণীকে পুলিশে সপোর্দ করে। সে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের হোস্টেলে থাকে বলে জানিয়েছে।
একটি চক্র এভাবে প্রায়ই প্রতারণা করে আসছে বলে জানিয়েছে দোকান মালিক।