মিজানপনা, রাজাপুর থেকেঃ ‘পুলিশই জনতা জনতাই পুলিশ, পুলিশ জনতার যৌথ দল
রাজাপুরের সাতুরিয়াবাসীর অনেক বল, জানুক জাতি জানুক সমাজ, অপরাধ প্রতিরোধ
সবার কাজ’ এসব স্লোগানের মধ্য দিয়ে সাতুরিয়া নৈকাঠী অপরাধ দমন ও
মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নৈকাঠী নমঃপারা সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে গতকাল বুধবার বিকেলে এ মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়।
সাতুরিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি ও ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি জনাব মো. আ. সোবাহান খানের সভাপতিত্বে এ মতবিনিময়
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলা সহকারি পুলিশ সুপার
(এ সার্কেল) এম এম মাহাম্মুদ হাসান ও জেলা গোয়েন্দা পুলিশ অফিসার্স
ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, রাজাপুর থানা অফিসার্স ইনচার্জ শেখ মুনির উল
গিয়াস, রাজাপুর থানা পুলিশ পরিদর্শক তদন্ত হারুন অর রশিদ, রাজাপুর থানা
এস আই মোঃ ইউনুচ মিয়া, সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা মো. শুক্কুর
মাস্টার । সভায় আইনশৃঙ্খলা ও অপরাধ দমন বিষয়ে সকলের সহযোগিতা চাওয়া হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাংবাদিক মিজানুর রহমান পনা, কাজল
মোল্লা, স্বপন হাং, বাহাদুর হাং , ইউপি সদস্য মাহাবুবুর রহমান,
মুক্তিযোদ্দ্বা মীর মুনুছুর আহমেদ প্রমূখ।