ঝিনাইদহ প্রতিনিধিঃ রবিবার সকাল দশটার সময় মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মোঃ আলিফ পাঠান নামের ১ বছর বয়সী এক শিশু সন্তানের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শিশু আলিফ পাঠান, পিতা মোঃ সুমন পাঠান এর একমাত্র পুত্র।
রবিবার সকালে শিশুটির মা মোছাঃ পিংকি খাতুন বাড়ীতে ধান সিদ্ধ করার কাজে ব্যাস্ত থাকাকালীন সময়ে শিশুটি গুড়িগুড়ি পাঁয়ে হাটতে হাটতে বাড়ীর পিছনের পানি ভর্তি এক পরিত্যাক্ত গর্তের মাঝে পড়ে যায়।
কিছুক্ষন পর তার মা পিংকি খাতুন ছেলেকে খোঁজ করে আশেপাশের বাড়ীগুলোতে। অনেক খোঁজাখুজির পর একসময় পাশের গর্ত থেকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশু বাচ্চার মৃত্যুতে পিতা মাতা উভয়েই পাগলপ্রায়। পুরো গাঁয়ে এখন নেমে এসেছে শোঁকের কালো ছাঁয়া। শিশুটির জানাজা বিকাল ৩:৩০ মিনিটে মাঠপাড়া ঈঁদগাহ ময়দানে বলে জানিয়েছেন আলিফ পাঠানের পরিবার।
এ ঘটনায় মহেশপুরের দত্ত নগর পুলিশ ক্যাম্পের এস আই মাসুদ ঘটনার সত্যতা স্বিকার করে সাংবাদিক কে বলেন, রবিবার সকালে শিশু আলিফ পাঠান পরিবারের সবাই ব্যাস্ত থাকা মুহুর্তে তার বাড়ির পিছনে পানি ভর্তি এক পরিত্যাক্ত গর্তের মাঝে পড়ে মৃত্যুবরন করেন।