পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম শেষমেষ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্র অবশ্য তার দীর্ঘ দিনের প্রেমিক। নাম জানতে ইচ্ছে করছে! পাত্র অর্জুন দেব। তাদের বিয়ের অনুষ্ঠান আগামী ৪ ডিসেম্বরে কলকাতার তাজ বেঙ্গলে অনুষ্ঠিত হবে। আসামের গুয়াহাটিতে অর্জুন দেবের বাড়ি। বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান ১০ ডিসেম্বর সেখানেই আয়োজন করা হবে। তাদের বিয়ে সামাজিক রীতি মেনেই হচ্ছে বলে জানিয়েছেন কলকাতার বেশ কিছু গণমাধ্যম।
জানা গেছে বিয়ের অনুষ্ঠান সকাল বেলা পাওলির লেক গার্ডেন্সের ফ্ল্যাটে হবে। সন্ধার পর বসবে তাজ বেঙ্গলে। পাওলি তার বিযেতে লাল বেনারসিতে সাজবেন। সাথে থাকবে মায়ের ঐতিহ্যবাহী সোনার গয়নায় পরিপাটি। এমন কী সনাতনী সাজে গুয়াহাটির রিসেপশনেও সাজবেন।
হাসিবুর রেজা কল্লোল পরিচালিত বাংলাদেশের ‘সত্তা’ ছবিতে শাকিব খানের বিপরীতে পাওলি দম অভিনয় করেছেন। ছবিটি চলতি বছরের ৭ এপ্রিল দেশব্যাপী মুক্তি পেয়েছে।