নিজস্ব প্রতিনিধিঃ- নির্বাচন কমিশন (ইসি) সদয় আচরণ করছেন না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপি নিজেদের মধ্যে নানা গোলযোগ সৃষ্টি করে তা আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে।’
হানিফ বলেন, ‘এমপি-মন্ত্রীরা বা আমাদের কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারেন। এ ক্ষমতা তাদের আছে।’
‘ইসি নিরপেক্ষ আচরণ করছে না’ বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি বিভ্রান্তিকর তথ্য দিয়ে ইসির কাছ থেকে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে। বিএনপি একটি উদভ্রান্ত দলে পরিণত হয়েছে। তাদের নিয়ে কথা বলতে চাই না।’
নির্বাচন পর্যবেক্ষক কয়েকটি সংস্থার বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। তারা কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। কাজেই যারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা ছাড়া পর্যবেক্ষণ করতে পারেন না। এ কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।’
বৃহস্পতিবার দুপুর ২টায় আওয়ামী লীগের প্রতিনিধি দল আগারগাঁওয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে যান। হানিফের নেতৃত্বে থাকা প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।