বিশেষ প্রতিনিধিঃ- পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। সোমবার রাতে শের-এ-বাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ডিপ্লয় করা হয়েছে। প্রতি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।’
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অধিকতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।