আন্তর্জাতিক ডেক্সঃ- দক্ষিণ আমেরিকার দেশ নিকারাগুয়ার পুলিশ দেশটির একটি মহাসড়ক থেকে ১৫ জন অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিকে উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল।
ওই পুলিশ কর্মকর্তা জানান, নিকারাগুয়ার রাজধানী ম্যানাগুয়া থেকে ২০ কিলোমিটার দক্ষিণে তাদেরকে হতবিহ্বল অবস্থায় পাওয়া যায়। অভিবাসন প্রত্যাশীরা জানান, পাচারকারীরা তাদেরকে অপহরণ করে। কোস্টারিকার সীমানা থেকে তিনদিন হেঁটে তারা ওই স্থানে পৌঁছে। নিকারাগুয়ার অতিক্রম করার জন্য তারা পাচারকারীদেরকে ১০০ থেকে ৫০০ ডলার দিয়েছিল।