স্টাফ রির্পোটার: হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশুর প্রতি সহিংসতা নিরসনে বাল্যবিবাহ প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা বাল্য বিবাহ একটি শাস্তি যোগ্য অপরাধ ॥ ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয় ॥ আসুন বলাই বাল্য বিয়েকে না বলি॥ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন ফেরদৌস আরা বেগম।
হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশুর প্রতি সহিংসতা নিরসনে বাল্যবিবাহ প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধি মূলক আলোচনা সভা এবং সরকার ঘোষিত নারীর স্বাস্থ্য সেবা সুরক্ষা ও প্রজন্ম সচেতনতার লক্ষে ছাত্রীদের মধ্যে স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের হল রুমে সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে এ আলোচনা সভা ও স্যানেটারী ন্যাপকিন বিতরন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আক্তার চৌধুরীর সভাপতিত্বে ও নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক শামসুন্নাহার বেগমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি ফেরদৌস আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাঃ দেবলীনা দাস গুপ্ত। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শামছুজ্জামান চৌধুরী, মোঃ আব্দুল বাছিত চৌধুরী, শাহ মোঃ আরজু মিয়া, সহকারী শিক্ষিকা হেলালুচ্ছামা, রুকেয়া খানম চৌধুরী, এস.এম.সির সিলেট বিভাগীয় সমন্বয়কারী জহিরুল ইসলাম, দৈনিক হবিগঞ্জ সমাচার-এর অফিস ইনচার্জ আখলাছ আহমেদ প্রিয়, নারী উন্নয়ন ফোরামের সদস্য জরিনা বেগম, রোকেয়া আক্তার, মাকসুদা খাতুন, আমিনা খাতুন, নীলা নাগ, কাজী ফরিদা প্রমূখ।