মাঠে কিংবা মাঠের বাইরে প্রতিটি জায়গাই মাতিয়ে রাখেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব ক্রিকেটের ২২ গাজেও ভয়হীন বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে নিজেকে হাজির করেন। তারমত এত শক্তিশালী একজন খেলোয়াড়ই কী না এখন মেয়ে দেখলেই আতঙ্কে থাকেন। তার বন্ধু ডোনোভান মিলার এমনটাই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, প্রায় সময়ই যেনো ও পার্টির মেজাজে থাকে। যার কারণে মাঝে মধ্যেই গেইলকে বিপাকে পড়তে হয়। গেইল নাকী ২০১৫ সালের বিশ্বকাপের কোনো একটি ম্যাচে সিডনি
ক্রিকেট গ্রাউন্ডের ড্রেসিংরুমে এক নারী ম্যাসাজ থেরাপিস্টকে তার গোপনাঙ্গ দেখিয়েছিলেন। গেইল বিপরীতে এমন অভিযোগ অস্বীকার করে মানহানির একটি মামলা ঠুকে দেন অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়া গ্রুপের বিপক্ষে।
গেইল দাবি করেন এমন কোনো ঘটনাই ঘটেনি। সংবাদ মাধ্যমটি তার সুনাম নষ্ট করার জন্যই এধরনের বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন। পরে এর শেষ পর্যন্ত লড়াই করার জন্য তিনি ঘোষণাও করেন। আর তার পর তেকেই গেইলকে অজানা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। গেইলের বন্ধু ডোনোভান বৃহস্পতিবার জানান, গেইল এখন মেয়েদের দেখলেই ভয় পায়। ডোনোভান গেইলের ২২ বছরের চেনা জানা বন্ধু। খবরটি যখন তাদের চোখে পড়ে তখন তারা এটাকে নিছক মজা ভেবেছিল। ডোনোভান গেইলের পক্ষ নিয়ে নিউ সাউথ ওয়েলসের উচ্চ আদালতে বলেন, এখন সব সময়ই গেইল আতঙ্কে থাকেন। গেইল ভাবে সকলেই ওর ক্ষতি করার জন্য চেষ্টা করছে। ঘটনাগুলো এখন গেইলের উপর প্রভাব ফেলছে। সেটা ওর চোখ মুখের দিকে তাকালেই স্পষ্টভাবে বুঝা যায়। সেজন্যই গেইল খুব আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। সকলকে আতঙ্কর মত করে দেখছে; বিশেষ করে মেয়েদেরকে একটু বেশিই।