সুলতান মাহমুদ, নবীগঞ্জ প্রতিনিধি:: নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের লন্ডন প্রবাসী মুছার বাড়ির নিকট ডুবা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লন্ডন প্রবাসীর ৪র্থ স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
গত বুধবার (৪ঠা নভেম্বর) বিকেলে একটি ডুবা থেকে আব্দুল হান্নান (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। আব্দুল হান্নান ওই গ্রামের নাজিম উল্লাহর ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায়, গত মঙ্গলবার রাত ৯ টার পর থেকে আব্দুল হান্নানের আর কোন সন্ধান পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ও বন্ধ পাওয়া যায়। বাড়ীর লোকজন অনেক খুজাখুজি করেও তাকে পায়নি। বুধবার বিকেলে গ্রামের লন্ডন প্রবাসী সৈয়দ গোলাম মুছা ওরফে লাউয়ের বাড়ীর নিকটে একটি ডুবার মধ্যে তার লাশ ভাসতে দেখে এলাকার মানুষদের বিষয়টি অবহিত করলে মুহুর্তের মধ্যে গ্রামের লোকজন গিয়ে ভীড় জমায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে থানায় নিয়ে যায়।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে আব্দুল হান্নানের প্রতিবেশি লন্ডন প্রবাসী সৈয়দ গোলাম মুছা ওরফে লাউ তাকে নিজ বাড়ী থেকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে যায়। এর পর থেকেই সে নিখোঁজ। এদিকে গতকাল থেকে লন্ডন প্রবাসী সৈয়দ গোলাম মুছা ওরফে লাউয়ের আত্মগোপনে রয়েছে। এ ঘটনায় লন্ডন প্রবাসীর ৪র্থ স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) আব্দুল বাতেন খান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে বিয়ে কামলা লন্ডন প্রবাসী সৈয়দ গোলাম মুছা ওরফে লাউ আত্মগোপনে রয়েছে। তার বিরুদ্ধে অন্যের জমি দখল, সংক্ষলঘু সম্প্রদায়কে নির্যাতনসহ একাধিক মামলা মুকদ্দমা রয়েছে থানায়।