বদরুল আলম চৌধুরী:নবীগঞ্জে কলেজ ছাত্রী তন্নীর হত্যাকারী প্রেমিক রানুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জের কলেজ ছাত্রী তন্মী রায় (১৮) হত্যা কান্ডের সাথে জড়িত প্রেমিক রানুকে হত্যাকান্ডের ২০দিন পর ব্রাম্মনবাড়ীয়া বাসষ্টেন্ড থেকে গ্রেফতার করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ। গত শনিবার হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিশাত সুলতানার কাছে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে রানু।জবানবন্দীতে রানু বলে তন্নীর সাথে তার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। আরও কয়েকজন যুবকের সাথে সম্পর্ক থাকায় এবং তাকে কম সময় দেয়ায় ক্ষুব্দ হয়ে ঘটনার দিন নিজ বাসায় গলা চেপে তন্নী রায়কে হত্যা করে লাশটি নদীতে ফেলে দেয়। উল্লেখ্য,গত ১৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে নবীগঞ্জের পৌর শহরের ইউ,কে আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের যাওয়ার কথা বলে তন্মী রায় বাসা থেকে বের হয়।নির্ধারিত সময় পার হলেও সে বাসায় ফিরে না আসায় তার পিতা রাতে নবীগঞ্জ থানায় নিখোঁজ সাধারণ ডায়েরী করেন। ঘটনার তিন দিন পর ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় নবীগঞ্জ থানা পুলিশ বস্তাবন্দি অবস্থায় নবীগঞ্জ পৌর শহরের আক্রমপুর এলাকায় গড়মুড়িয়া ব্রীজ সংলগ্ন শাখা বরাক নদী থেকে লাশটি উদ্ধার করে। লাশটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে মৃতের কোমড়ে থাকা চাবি দিয়ে ঘরের সোকেসের তালা খোলে নিশ্চিত হন লাশটি তন্নীর।
এ ঘটনায় রাতেই তন্মীর পিতা বিমল রায় বাদী হয়ে প্রেমিক রানুসহ ৩জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই নিহত তন্মী রায়ের প্রেমিক শহরের জয় নগর এলাকার বাসিন্দা রানু রায় ও তার পরিবার ঘা ঢাকা দেয়। হত্যাকান্ডের পর থেকেই রানুকে গ্রেফতারের দাবীতে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনসহ তার সহপাঠীরা মানববন্ধন করে।হত্যাকান্ডের রহস্য উন্মোচনে নবীগঞ্জ থানার এসআই মোবারক হোসেনকে দায়িত্ব দেয়া হয়। তিনি আসামী গ্রেফতারে ব্যর্থ হলে পরবর্তীতে মামলাটি হবিগঞ্জ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত শুক্রবার বিকেলে ডিবি ওসি কে এম আজমিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাম্মনবাড়ীয়া শহরের বাসষ্টেন্ড থেকে রানুকে গ্রেফতার করেন।তন্মী রায়ের পিতা বিমল রায়ের বাড়ী উপজেলার করগাওঁ ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে। তিনি র্দীঘদিন ধরে নবীগঞ্জের শিবপাশা শ্যামলী আবাসিক এলাকায় স্ত্রী, এক ছেলে ও নিহত কলেজ পড়–য়া মেয়ে তন্নী কে নিয়ে বসবাস করে আসছিলেন। তন্নী রায় চলতি বছর এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে। রানু রায়ের বাড়ী হবিগঞ্জ জেলার বানিয়াচং এর পুকড়া গ্রামে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি ওসি আজমিরুজ্জামান।