নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পুর্ব ইউনিয়নের কাজির বাজার গন পাঠাগারের উদ্যেগে গত শুক্রবার বিকেলে প্রবাসীদের সংবর্ধনা দেয়া হয়েছে। জাতীয় বিশ্ব বিদ্যালয়ের উপ-পরিচালক শুয়েব আহমদের সভাপতিত্বে ও ছাত্রসমাজ নেতা নিয়ামুল করিম অপুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডা: মুশফিক হোসেন চৌধুরী। এ সময় সমাজের বিশেষ অবদানের জন্য লন্ডন প্রবাসী আব্দুল হান্নান, আব্দুল মুকিত, জিয়াউর রহমানকে সংবর্ধনা দেয়া হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল ইসলাম, বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকারিয়া হোসেন বকুল, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক, সাবেক মেম্বার আজিজুর রহমান, আছকির মিয়া, নাতির মিয়া, নজরুল ইসলাম খোকন, যুবলীগ নেতা জামাল আহমদ, ছাত্রসমাজ নেতা জাশেদ আলম প্রমুখ। অনুষ্টান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, খালেদ মোশারফ।