আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূণ্য আসনে উপ নির্বাচনের জন্য তার স্ত্রী কুলসুম নওয়াজের জমা দেয়া মনোনয়নপত্র গ্রহণ করেছে দেশটির নির্বাচন কমিশন।
এর আগে, নির্বাচন কমিশন ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ দলের প্রার্থী ইয়াসমিন রশীদের মনোনয়নপত্রও গ্রহণ করে। তবে এ দল থেকে প্রথম প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে বিকল্প প্রার্থী দেয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছিল। গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের প্রক্রিয়া শেষে কুলসুম নওয়াজ লাহোর নির্বাচন কমিশন থেকে বেরিয়ে লন্ডনে চলে যান।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় নওয়াজ শরীফের ঘনিষ্ঠ সহযোগী সিনেটর আসিফ কিরমানি বলেন, কোনো রকমের তথ্য-প্রমাণ ছাড়াই কিছু লোক কুলসুম নওয়াজের মনোনয়নের বিরোধিতা করেছেন। কয়েকদিন আগে, কুলসুম নওয়াজ মনোনয়নপত্র জমা দিলে তা বাতিলের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনে পিটিশন দায়ের করেন এক আইনজীবী।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই