জগলুল হুদা, রাঙ্গুনিয়া : চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক প্রিয় চট্টগ্রাম ও দৈনিক সাঙ্গু পত্রিকার সম্পাদক কবির হোসেন সিদ্দিকীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাঙ্গুনিয়ায় দৈনিক প্রিয় চট্টগ্রাম ও দৈনিক সাঙ্গু পাঠক ফোরাম। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইছাখালী এলাকায় আয়োজিত বিশাল মানবন্ধনে উপস্থিত ছিলেন রাঙ্গুনিযা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, সিনিয়র সদস্য মোহাম্মদ ইলিয়াছ, প্রিয় চট্টগ্রাম প্রতিনিধি জগলুল হুদা, দৈনিক সাঙ্গু প্রতিনিধি আরিফুল হাসনাত, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির নেতা মোজাম্মেল হোসেন চৌধুরী, মো. জমির উদ্দিন, উত্তরজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম তালুকদার, পৌরসভা ছাত্রলীগ নেতা ইউসুফ রাজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, উপজেলা ছাত্রলীগ নতো মাহমুদুল হাসান বাদশা, রাসেল রাসু, মো. রাসেল, মফিজুর রহমান, আবু তাহের, নুরুল আলম, বাবু, মো. মিজান, হাসান সাকিব, মো. গিয়াস, মো. মোকারম, মো. সোহেল আরমান প্রমুখ।
এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধনে বক্তারা দ্রুত জড়িত সন্ত্রাসী ও মদদদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।
ছবির ক্যাপশন : দৈনিক প্রিয় চট্টগ্রাম ও সাঙ্গু সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়া পাঠক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত বিশাল মানববন্ধন।