দোয়েল পাখির ছানা তোমায় দেখা যায়না
দোয়েল পাখির ছানা তোমার কতা হয়না
দোয়েল পাখির ছানা কোথায় হাড়ালে বলনা
একটি দিনের জন্য দাওনা তোমার ডানা।
প্রাকৃতিতে মিশে থাকতে বলতে কথা সুরে
দেহ তোমার নাদুস নুদুস শরিল ভরা লুমে
নীল আকাশে পাখনা মেলে উরতে মনের সুখে
রূপ দেখলে চিনতো সবাই দোয়েল থাকতো মুখে।
মুক্ত মনে পাখনা মেলতে নাইরে কোনো মানা
সকাল বিকাল সুরে সুরে গাইতে দেশের গানটা
দোয়েল পাখি হাড়িয়ে যাবে কষ্ট লাগে বুকে
জাতীয় পাখি দোয়েল থাকবে বইয়ের পাতা জুড়ে।
শালিক,টিয়ে,ময়না,ঘুঘু সবাই আছে বেশ
জাতীয় পাখি দোয়েলটা বংশ হচ্ছে শেষ
দোয়েল পাখির ছানা দোয়েল পাখির ছানা
তোমার নামটি সবার মুখে তোমার আছে জানা।
তোমার মতোই সবুজ বন আমি ভালোবাসি
সবুজ শ্যামল এই ধরাতে আমি মিশেআছি
তোমায় আমি খুঁজে বেড়াই সব পাখির ভিরে
পাইনা যখন খুঁজে তোমায় অশ্ররু ঝড়ে চোঁখে।